ভারতে আর খেলতে চায় না উইন্ডিজ!

ভারত থেকে দেশে ফিরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বেতন কাঠামো নিয়ে বোর্ডের সঙ্গে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউআইপিএ) ঝামেলাতেই ভারত সফরে আর কোনো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটাররা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 03:25 PM
Updated : 17 Oct 2014, 03:31 PM

ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ আর এই সফরে খেলবে না। এই সময়টায় শ্রীলঙ্কাকে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় বোর্ড। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের না খেলার কথা অস্বীকার করে বলেছে, চতুর্থ ওয়ানডের পর এ বিষয়ে বিস্তারিত জানাবে তারা।

শুক্রবার ধর্মশালায় চতুর্থ ওয়ানডে শেষে দেশের বিমান ধরতে পারেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এবারের সফরে আরেকটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও ৩ টেস্টর সিরিজ খেলা বাকি আছে তাদের।

বিষয়টি নিয়ে আইসিসিতে যাওয়ার পাশাপাশি মামলা করার পরিকল্পনা আছে বলে জানান বিসিসিআইয়ের সচিব সঞ্জয় প্যাটেল। ডব্লিউআইসিবির কাছে ক্ষতিপূরণ দাবি করার কথাও বলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সংগঠন গত মাসে বেতন ভাতা ও বিভিন্ন শর্ত নিয়ে একটি নতুন চুক্তি করে। দলের ওয়ানডে অধিনায়ক ডোয়াইন ব্র্যাভোসহ সিনিয়র ক্রিকেটাররা এই চুক্তি মেনে নেননি।

চুক্তি নিয়ে খেলোয়াড়রা অন্ধকারে আছেন অভিযোগ করে ডব্লিউআইপিএর প্রধান ওয়াভেল হাইন্ডসের পদত্যাগ দাবি করেন ব্রাভো।

এই বিষয়ের জের ধরে ভারত সফরের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা ধর্মঘটের হুমকি দিয়ে যাচ্ছিলেন। আর চতুর্থ ওয়ানডেতে তো মাঠেই নামতে চাননি তারা। শেষ পর্যন্ত বিসিসিআই কর্মকর্তাদের অনুরোধে মাঠে নামেন ব্র্যাভোরা।

ওয়েস্ট ইন্ডিজ চলে যাওয়াতে ভারতের সূচিতে যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, তা পূরণ করতে শ্রীলঙ্কাকে একটি ওয়ানডে সিরিজ খেলার আহবান জানায় বিসিসিআই। শ্রীলঙ্কা তাতে সাড়া দেয়।

১ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে ৫ ওয়ানডের একটি সিরিজ খেলবে ভারত ও শ্রীলঙ্কা।