প্রথম ওয়ানডেতে ‘এ’ দলের হার

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়েছে জিম্বাবুয়ে ‘এ’ দল। অতিথিদের ১৭ রানের জয়ের নায়ক শতক হাঁকানো রেগিস চাকাবভা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 12:21 PM
Updated : 28 Sept 2014, 12:21 PM

রোববারের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫৩ রান করে জিম্বাবুয়ে।

ব্রায়ান চারির (৩৫) সঙ্গে চাকাবভার ৮৩ রানের উদ্বোধনী জুটি দলকে ভালো সূচনা এনে দেয়। চতুর্থ উইকেটে অধিনায়ক ভুসিমুজি সিবান্দার (৫২) সঙ্গে চাকাবভার ১২০ রানের আরেকটি চমৎকার জুটিতে লড়াই করার মতো সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে।

৪৮তম ওভারে ফেরার আগে ১৩২ রান করেন চাকাবভা। ম্যাচ সেরা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ১৪৪ বলের ইনিংসটি ১৩টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।

বাংলাদেশের মুমিনুল হক ও জুবায়ের হোসেন দুটি করে উইকেট নেন।

জবাবে ৩ বল বাকি থাকতে ২৩৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

স্বাগতিকদের ছয় ব্যাটসম্যান দুই অঙ্কেই পৌঁছতে পারেননি। তবে অর্ধশতক পাওয়া নাঈম ইসলাম (৬৬) ও সৌম্য সরকার (৫৬) দলকে লড়াইয়ে রাখেন।

চেষ্টা করেছিলেন মোসাদ্দেক হোসেন (৪৯) ও ইলিয়াস সানিও (৪২)। কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ।

২৪ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার লেগস্পিনার তাফাডজওয়া কামুনগোজি। এছাড়া পেসার তাওয়ানডা মুপারিওয়া ৩ উইকেট নেন ৪১ রানে।

মঙ্গলবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে।