হারিকেনের জয়ে ব্লিজার্ড ‘তাণ্ডব’

রান উৎসবের ম্যাচে জয় পেয়েছে হোবার্ট হারিকেন্স। এইডেন ব্লিজার্ডের তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার কেপ কোবরাসকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ার দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 02:50 PM
Updated : 21 Sept 2014, 02:50 PM

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে জয়ের জন্য শেষ তিন ওভারে ৪৪ রান প্রয়োজন ছিল হারিকেন্সের। তবে ব্লিজার্ডের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুই ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় দলটি।

ম্যাচ সেরা ব্লিজার্ড অপরাজিত থাকেন ৭৮ রানে। তার ৪৮ বলের ইনিংসটি ৫টি ছক্কা ও ৪টি চার সমৃদ্ধ।

রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৪ রান করে কোবরাস।

রিচার্ড লেভির ৪২ আর ডেন ভিলাসের ২৫ রানের পরও ১৬ ওভার শেষে কোবরাসের সংগ্রহ ছিল ১৩২/৬।

সেখান থেকে দক্ষিণৃ আফ্রিকার দলটিকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব ভার্নন ফিল্যান্ডার (১৪ বলে অপরাজিত ৩২) ও রবিন পিটারসনের (১৪ বলে অপরাজিত ২৫)।

জবাবে এক ওভার বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হারিকেন্স।

শেষটা ব্লিজার্ড করলেও হারিকেন্সকে উড়ন্ত সূচনা এনে দেয়ার কৃতিত্ব বেন ডাঙ্কের (৫৪)। তার ৩৫ বলের ইনিংসটি ১০টি চারে সাজানো।

ডাঙ্কের বিদায়ের পর রানের গতিতে কিছুটা ভাটা পড়লেও জোনাথান ওয়েলসের সঙ্গে (অপরাজিত ১৭) অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ২৮ বলে ৬৫ রানের জুটি গড়ে দলকে দারুণ এক জয় এনে দেন ব্লিজার্ড।