হাফিজ ‘ঝড়ে’ লাহোর লায়ন্সের জয়

অধিনায়ক মোহাম্মদ হাফিজের ঝড়ো ব্যাটিংয়ে সাউদার্ন এক্সপ্রেসকে সহজেই হারিয়েছে লাহোর লায়ন্স। ৫৫ রানের এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তানের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 03:29 PM
Updated : 16 Sept 2014, 04:01 PM

তিন খেলায় এটি লাহোরের দ্বিতীয় জয়। আর সমান খেলায় শ্রীলঙ্কার দলটির তৃতীয় পরাজয়।

মঙ্গলবার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৪ রান করে লাহোর।

উমর সাদিকের সঙ্গে আহমেদ শেহজাদের (২৯) ৪০ রানের উদ্বোধনী জুটি গড়েন। তবে ৫২ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে চাপে পড়ে লাহোর।

সেখান থেকে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব হাফিজের। সর্বোচ্চ ৬৭ রান আসে তার ব্যাট থেকে। ম্যাচ সেরা এই অলরাউন্ডারের ৪০ বলের ইনিংসটি ৪টি ছক্কা ও ৫টি চার সমৃদ্ধ।

হাফিজের সঙ্গে ৭৫ রানের জুটি গড়া সাদ নাসিম করেন ৩১ রান।

শ্রীলঙ্কার পক্ষে ফারভিজ মাহরুফ ৩ উইকেট নেন ২৮ রানে।

জবাবে ১৮ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় সাউদার্ন এক্সপ্রেস।

সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক জিহান মুবারক। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে তিলকারত্নে সমপাথের ব্যাট থেকে।

১৫ রানে ৩ উইকেট নিয়ে লাহোরের সেরা বোলার আইজাজ চিমা। এছাড়া দুটি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও আদনান রসুল।