ব্যাটিংয়ে উন্নতি চান মুশফিক

শতক পেলেও দলের বড় হারে ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। দারুণ শতকে ইনিংস ব্যবধানে হারের লজ্জা এড়ানোর পর জানালেন, সতীর্থদের ব্যাটিংয়ে উন্নতি দেখতে চান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2014, 04:44 PM
Updated : 9 Sept 2014, 04:44 PM

মঙ্গলবার কিংসটাউন টেস্টের পঞ্চম দিন ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, “আমাদের উন্নতির অনেক জায়গাই রয়েছে, বিশেষ করে ব্যাটিংয়ে। ছেলেদের অ্যাপ্লিকেশন ঠিক থাকলে আমরা পরের ম্যাচে আরো ভালো করতে পারব।”

ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেটে ৪৮৪ রানের জবাবে প্রথম ইনিংসে ১৮২ রানে অলআউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩১৪ রান করে।

গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ এই বিরতি ভুগিয়েছে দলটিকে।

“অনেক দিন পর আমরা টেস্ট খেলেছি। ছেলেদের কিছুটা ক্লান্ত মনে হয়েছে। তবে শেষ দিকে ওরা খানিকটা দৃঢ়তা দেখিয়েছে।”

অভিষেকে ৫ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের প্রশংসা করেছেন মুশফিক। প্রথম টেস্টে অর্ধশতক পাওয়া মুমিনুল হক, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদেরও স্তুতি তার কণ্ঠে।

কিংসটাউনে তিনজন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলেছে বাংলাদেশ। শনিবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টে বাড়তি বোলার নেয়া প্রসঙ্গে মুশফিক বলেন, “সাকিব না থাকায় বাড়তি বোলার আর ব্যাটসম্যান খেলাতে হয়। দ্বিতীয় টেস্টের পিচ দেখে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব।”