মুশফিক-নাসিরের শতকের পর বোলারদের লড়াই

সেন্ট কিটস ও নেভিসের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে উইকেটের জন্য লড়াই করতে হচ্ছে বাংলাদেশের বোলারদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 03:47 PM
Updated : 1 Sept 2014, 11:31 AM

দ্বিতীয় দিন শেষে সেন্ট কিটস ও নেভিসের সংগ্রহ ৪ উইকেটে ২৩২ রান। শিবনারায়ন চন্দরপল ৭০ রানে অপরাজিত রয়েছেন।

শেন জেফারস খেলেন ১১৮ রানের চমৎকার এক ইনিংস। তার ১৩১ বলে ইনিংসটি সাজানো ২২টি চারে। শুভাগতর বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

বাংলাদেশের পক্ষে শুভাগত হোম চৌধুরী, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন একটি করে উইকেট নেন।

এর আগে মুশফিকুর রহিম ও নাসির হোসেনের শতকে ৭ উইকেটে ৩৭৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

রোববার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৬ উইকেটে ৩৩০ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।

আগের দিনের মতো এদিনও অতিথি বোলারদের কোনো সুযোগ দেননি মুশফিক ও নাসির। প্রথম দিনের ১৪৪ রানের জুটিকে ১৯১ পর্যন্ত এগিয়ে নেয়ার পর বিচ্ছিন্ন হন এই দুজন।

অধিনায়ক মুশফিক অপরাজিত থাকেন ১০৬ রানে। শতকে পৌঁছে নাসির (১০০) বিদায় নিলে প্রথম ইনিংস ঘোষণা করেন মুশফিক।

১৫৯ বলে শতকে পৌঁছন মুশফিক। এ সময়ে মুশফিকের ব্যাট থেকে আসে ৭টি চার ও ৩টি ছক্কা। আর নাসির শতকে পৌঁছন ১৫৩ বলে। তার ইনিংসটি ৯টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। যার প্রথমটি শুরু হবে ৫ সেপ্টেম্বর।