লারার রেকর্ড ভাঙলেন ধোনি

ব্রায়ান লারাকে এক দিক থেকে ছাড়িয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি নিজের করে নিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 11:34 AM
Updated : 30 July 2014, 11:34 AM

সাউদ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে মঙ্গলবার মইন আলীর বলে ছক্কা মারেন ধোনি। এই ছক্কাটিতেই লারাকে ছাড়িয়ে যান তিনি। অধিনায়ক হিসেবে এটি ধোনির ৫০তম টেস্ট ছক্কা।

অধিনায়ক হিসেবে লারা টেস্টে ছয় মারেন ৪৯টি। এর পরেই আছেন আরো দুই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার-ক্লাইভ লয়েড (৪৮টি) ও ভিভ রিচার্ডস (৪৬টি)।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারা খেলোয়াড় অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। টেস্ট ক্যারিয়ারে ১০০ ছক্কা মারেন তিনি।

এই তালিকায় এর পরই আছেন ক্রিস গেইল ও জ্যাক ক্যালিস। দুজনই মারেন ৯৭টি করে ছক্কা। আর ৭৭টি ছক্কা মেরে ধোনি আছেন ১১তম স্থানে।