প্রিমিয়ার লিগের দল-বদল পেছাল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল-বদল পিছিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দফায় দল-বদল হবে দেশের সেরা ওয়ানডে প্রতিযোগিতার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 04:56 PM
Updated : 23 July 2014, 04:56 PM

বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ৬ ও ৭ অগাস্টের পরিবর্তে ১০ ও ১১ অগাস্ট পুলের খেলোয়াড়দের দল-বদল হবে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলার সভাকক্ষে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দল-বদল হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ডাক পাওয়া পুলের বাইরের খেলোয়াড়ও পুলের খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন।
আর পুলের বাইরের খেলোয়াড়দের দল-বদল ৬ ও ৭ অগাস্টের পরিবর্তে ২৭ ও ২৮ অগাস্ট বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলার সভাকক্ষে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত হবে।
বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী পুলের খেলোয়াড়দের চুক্তির ফি আনুপাতিক হারে পরিশোধ করা হবে। অর্থাৎ তারা যে কয়টি ম্যাচ খেলবেন সে অনুপাতে টাকা দেবে ক্লাব।
দল-বদল পেছালেও নির্ধারিত সময়ে অর্থাৎ ১০ অক্টোবর থেকেই লিগ শুরু হবে।