টিভি স্বত্ব বিক্রি করতে বিসিবির দরপত্র

ছয় বছরের সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 04:44 PM
Updated : 24 April 2014, 04:54 PM

২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত সম্প্রচার স্বত্ব বিক্রির এই প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আশাবাদী করছে ভারতের দুটি সফর।

২৭ এপ্রিল থেকে দরপত্র কেনা যাবে, যার শেষ দিন ৮ মে। কেনার শেষ দিনটি দরপত্র জমা দেয়ারও শেষ দিন। ১২ মে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি হবে সম্প্রচার স্বত্ব।

বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির সভাপতি কাজী ইনাম আহমেদের বিশ্বাস, এতেই সবচেয়ে লাভবান হবে বোর্ড।

“১২ মে একটি উন্মুক্ত নিলামের মাধ্যমে আমরা সম্প্রচার স্বত্ব বিক্রি করবো। আমাদের বিশ্বাস, এভাবেই আমরা সর্বোচ্চ দর পাবো।”

২০১২ সালে চার বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রির উদ্যোগ নিয়েছিল বিসিবি। সেই উদ্যোগ ব্যর্থ হয়ে যাওয়ার পর থেকে সিরিজ ধরে সম্প্রচার স্বত্ব বিক্রি করতে হয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির।

এবার দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোরও সম্প্রচার স্বত্ব কেনার সুযোগ থাকছে।

“এবার দরপত্র একটু ভিন্ন রকম হবে। এক বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে। গত দুই বছরে আমরা দেখেছি স্থানীয় চ্যানেলগুলোর এ ধরনের কাজ করার সক্ষমতা রয়েছে।”

বিসিবি সভাপতি নাজমুল হাসান গত ফেব্রুয়ারিতে জানান, ২০১৪, ২০১৫ ও ২০২০ সালে ভারতের বাংলাদেশ সফরের ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি হয়েছে।

এ বছর জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি তিন জাতি সিরিজ হবে। জিম্বাবুয়ের সঙ্গে একটি টেস্ট সিরিজও রয়েছে। আগামী বছর পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ারও বাংলাদেশ সফরের কথা রয়েছে।