ঘুরে দাঁড়িয়েছে ঢাকা মেট্রো

দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে ঢাকা মেট্রো। জাতীয় ক্রিকেট লিগে সপ্তম ও শেষ রাউন্ডের খেলার দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২৫৩ রান করেছে দলটি। প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হওয়া দলটি এখন ১৭২ রানে এগিয়ে।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 01:33 PM
Updated : 20 April 2014, 01:33 PM

রোববার ৭ উইকেটে ১৩৯ রান নিয়ে খেলা শুরু করে রাজশাহী। মুক্তার আলীর ৩৯ রানের সৌজন্যে অলআউট হওয়ার আগে ২০৭ রান করে দলটি।

দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্রোকে ভালো সূচনা এনে দেন সৈকত আলী।

৩৬ রানে ৪ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার আবু বকর সিদ্দিক। মোহাম্মদ শহীদ ৩ উইকেট নেন ৩৩ রানে।
৮১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দলকে ভালো সূচনা এনে দেন সৈকত আলী (৯৪) ও সাদমান ইসলাম (৮৫)। দুজনের ইনিংসেই ছিল ১২টি করে চার ও ১টি ছক্কা।
এক পর্যায়ে ১ উইকেটে ২১৩ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়ানো ঢাকা কিছুটা অস্বস্তিতে পড়েছে শেষ বেলার তিন উইকেটে। লড়াই করার মতো সংগ্রহের জন্য ৫২ রানে অপরাজিত আসিফ আহমেদের দিকে তাকিয়ে দলটি।
রাজশাহীর পক্ষে সানজামুল ইসলাম ও তাইজুল ইসলাম দুটি উইকেট নেন।