ঘুরে দাঁড়িয়েছে ঢাকা মেট্রো

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের মাহমুদুল্লাহর বোলিং নৈপূন্যে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা মেট্রো। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে খুলনাকে ২১৩ রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৪ রান করেছে ঢাকা মেট্রো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2014, 01:29 PM
Updated : 13 April 2014, 02:37 PM

খুলনাকে অল্প রানে বেধে রাখতে ৪৫ রানে ৪ উইকেট নেন জাতীয় দলের সহ-অধিনায়ক ও ঢাকা মেট্রোর অধিনায়ক মাহমুদুল্লাহ।

৬৩ রানে এগিয়ে আছে রাজধানীর দল ঢাকা মেট্রো, হাতে আছে ৭ উইকেট। প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছিল তারা।

১ উইকেটে ৪৬ রান নিয়ে রোববার ব্যাট করতে নামে গত আসরের চ্যাম্পিয়ন খুলনা। কিন্তু স্কোর বোর্ডে আর মাত্র ৭ রান যোগ হতেই দিনের প্রথম উইকেট হারায় তারা। ৫৪ রানে ফিরে যান রবিউল ইসলাম(২৯)।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের মাঝে তুষার ইমরানের ৫৫ ও নিজামউদ্দিন রিপনের ৬১ রানের সাহায্যে লড়াই চালিয়ে গেলেও বেশি দূর যেতে পারেনি তারা।

৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শামসুর রহমানের অপরাজিত ৬৯ রানে ভর করে লড়ছে ঢাকা মেট্রো।

২৫ রানে ৩ উইকেট নিয়েছেন খুলনার স্পিনার আব্দুল রাজ্জাক। প্রথম ইনিংসে ৭৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।