বিশ্বকাপ একাদশে ভারতের ৪ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ছেলেদের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি, যাতে ঠাঁই পেয়েছে ভারতের চার ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2014, 08:27 AM
Updated : 7 April 2014, 02:58 PM

সোমবার ঘোষণা করা এই দলের অধিনায়ক করা হয়েছে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তার দলে ওয়েস্ট-ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দু'জন এবং অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের একজন করে ক্রিকেটার আছেন।

আইসিসির ম্যাচ রেফারির এলিট প্যানেলের ডেভিড বুনের নেতৃত্বে এক দল বিশেষজ্ঞ বাংলাদেশের 'কন্ডিশনের' বিবেচনায় বিশ্বকাপে পারফরমেন্সের ভিত্তিতে দলটি বাছাই করেছে।

টুর্নামেন্টে বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান অলরাউন্ড নৈপুণ্য (১৮৬ রান ও ৮ উইকেট) দেখালেও দলে ঠাঁই পাননি।

ডেভিড বুন জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় বাংলাদেশের কন্ডিশনের বিবেচনায় দলটি বেছে নেয়া হয়েছে বলে বিশ্বের অনেক সেরা ক্রিকেটারও বাইরে থেকে গেছেন।

আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী):

রোহিত শর্মা (ভারত): ২০০ রান

স্টেফান মাইবার্গ (নেদারল্যান্ডস): ২২৪ রান

বিরাট কোহলি (ভারত): ৩১৯ রান

জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা): ১৮৭ রান

গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): ১৪৭ রান

এমএস ধোনি (ভারত): ৫০ রান, ৬টি ডিসমিসাল

ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ): ১০১ রান

রবিচন্দ্রন অশ্বীন (ভারত): ১১ উইকেট

ডেইল স্টেইন (দক্ষিণ আফ্রিকা): ৯ উইকেট

স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ): ১১ উইকেট

লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা): ৫ উইকেট