মইনের বিধ্বংসী সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়

দুটি সেঞ্চুরি আগেও করেছেন। তবে তখন ছিলেন টপ অর্ডারে। সময়ের পরিক্রমায় এখন ব্যাট করেন অনেক নিচে। সময়ই পান কম। সেইটুকুতেই সেঞ্চুরির উপায় বের করে ফেললেন মইন আলি। সাতে নেমে করলেন বিধ্বংসী এক সেঞ্চুরি। রানের পাহাড় গড়ে জিতল ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 05:39 PM
Updated : 24 Sept 2017, 05:39 PM

রোববার তৃতীয় ওয়ানডেতে ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। মইনের ঝড়ো সেঞ্চুরির সঙ্গে জো রুট ও বেন স্টোকসের দারুণ দুটি ইনিংসে ইংল্যান্ড তোলে ৩৬৯ রান। লিয়াম প্লাঙ্কেট ৫ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের গুটিয়ে দেন ২৪৫ রানে।

পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল ২-০তে। দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয় বৃষ্টিতে।

৫৩ বলে সেঞ্চুরি করেছেন মইন। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, ইংল্যান্ডের মাটিতে দ্রুততম। তবে এই পরিসংখ্যানও আসলে বোঝাতে পারছে না, কতটা তাণ্ডব চালিয়েছেন মইন। প্রথম পঞ্চাশে বল লেগেছিল ৪১টি। সেখান থেকে পরের পঞ্চাশ করেছেন মাত্র ১২ বলে!

এক পর্যায়ে মইনের রান ছিল ৩৯ বলে ৩৯। পরের ১৪ বলে বয়ে গেল টর্নেডো। ৮টি ছক্কা ও ২ চারে এই ১৪ বলে করেছেন ৬১ রান!

অথচ ইংল্যান্ডের শুরুটা খুব ভালো ছিল না। ওপেনিংয়ে ৩৫ বলে ৩৬ করেছেন অ্যালেক্স হেলস। তার পরও ৭৪ রানে হারায় তারা ৩ উইকেট।

চতুর্থ উইকেটে জো রুট ও বেন স্টোকসের ১৩২ রানের জুটিতে লাগাম নেয় ইংল্যান্ড। ৭৯ বলে ৮৪ রান করেন রুট, ৬৩ বলে ৭৩ স্টোকস।

এই দুজনের সঙ্গে জস বাটলারের দ্রুত বিদায়ে ইংল্যান্ডের রান হয়ে যায় ৬ উইকেটে ২১৭। কে জানত, মইনের ভাবনায় ছিল এমন কিছু!

সপ্তম উইকেটে ক্রিস ওকসের সঙ্গে গড়েন ১১৭ রানের জুটি। যেখানে ওকসের রান ছিল ৩৪, মইনের ৮২! মইনের তাণ্ডবেই শেষ ৬ ওভারে ৯৩ রান তোলে ইংল্যান্ড।

৩৭০ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে আশা দেখাতে পারতেন একজনই, ক্রিস গেইল। তিনি চেষ্টাও করেছেন। তবে সঙ্গী পাননি কাউকে। দারুণ খেলেও শেষ পর্যন্ত রান আউট হয়েছেন নিজের দোষেই। ৯ চার ও ৬ ছক্কায় করেছেন ৭৮ বলে ৯৪।

জেসন মোহাম্মদ, জেসন হোল্ডার চেষ্টা করেছেন। তবে খেলতে পারেননি বড় ইনিংস। প্লাঙ্কেটের দারুণ বোলিং নিশ্চিত করেছে বড় জয়। ৩২ বছর বয়সী পেসার ক্যারিয়ারে প্রথমবার পেয়েছেন ৫ উইকেট।

মইন উইকেট পাননি। তবে ব্যাট হাতে যা করেছেন, তার পর আর কিছু দরকারও ছিল না। দিনের নায়ক তিনিই!

সংক্ষিপ্ত স্কোর: 

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৬৯/৯ (বেয়ারস্টো ১৩, হেলস ৩৬, রুট ৮৪, মর্গ্যান ০, স্টোকস ৭৩, বাটলার ২, মইন ১০২, ওকস ৩৪, প্লাঙ্কেট ৯, উইলি ১*, রশিদ ৯*; টেলর ১/৭৫, হোল্ডার ২/৮১, কামিন্স ৩/৮২, বিশু ০/৩৩, নার্স ১/৫৯, পাওয়েল ১/৩৮।

ওয়েস্ট ইন্ডিজ: ৩৯.১ ওভারে ২৪৫ (গেইল ৯৪, লুইস ১৩, হোপ ২০, স্যামুয়েলস ১১, মোহাম্মদ ৩৮, পাওয়েল ৮, হোল্ডার ৩৪, নার্স ১, বিশু ১২, টেলর ০, কামিন্স ৪*; ওকস ০/৩২, উইলি ১/৩৪, প্লাঙ্কেট ৫/৫২, মইন ০/৬৫, স্টোকস ০/২৫, রশিদ ৩/৩৪)।

ফল: ইংল্যান্ড ১২৪ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: মইন আলি