ভারতের জয়ে কুলদীপের হ্যাটট্রিক

ঝকঝকে এক ইনিংস খেলেছেন বিরাট কোহলি। নতুন বলে সুইংয়ে জাদু দেখিয়েছেন ভুবনেশ্বর কুমার। মাঝের ওভারে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে পরীক্ষায় ফেলেছেন যুজবেন্দ্র চাহাল। তবে দারুণ এক হ্যাটট্রিকে আলো কেড়ে নিয়েছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 05:22 PM
Updated : 21 Sept 2017, 05:34 PM

ভারতের হয়ে ওয়ানডেতে শেষ হ্যাটট্রিক করেছিলন কপিল দেব। সেই ১৯৯১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে, শ্রীলঙ্কার বিপক্ষে। লম্বা সময় পর আবার সেই মাঠেই পরপর তিন বলে উইকেট পেলেন ভারতীয় কোনো বোলার।

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে কোহলির দল।

টস জিতে বৃহস্পতিবার ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। অজিঙ্কা রাহানের সঙ্গে ৯৮ রানের জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান কোহলি। দুই জনের ব্যাটে ১ উইকেটে ১২১ রানে পৌঁছে যায় ভারত। তবে এত ভালো অবস্থানে থাকা সুবিধা কাজে লাগাতে পারেনি তারা।

৫৫ রান করে রাহানের বিদায়ে ভাঙে স্বাগতিকদের প্রতিরোধ। এরপর পঞ্চাশ ছুঁতে পেরেছে আর মাত্র একটি জুটি। সেটাতেও ছিলেন অধিনায়ক, তাকে সঙ্গ দিয়েছেন কেদার যাদব।

২৪ বলে ২৪ রান করা কেদারকে ফিরিয়ে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন ন্যাথান কোল্টার-নাইল। পরের ওভারে বোল্ড করে বিদায় করেন ম্যাচ সেরা কোহলিকে। মাত্র ৮ রানের জন্য শতক পাননি অধিনায়ক। ১০৭ বলে ৮টি চারে ফিরেন ৯২ রান করে।

এরপর নিয়মিত উইকেট হারানোয় দ্রুত রান তুলতে পারেনি ভারত। শেষের দিকে হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বরের ব্যাটে আড়াইশ ছাড়ায় দলটির সংগ্রহ।

অস্ট্রেলিয়ার কোল্টার-নাইল ও কেন রিচার্ডসন নেন ৩টি করে উইকেট।

মাঝারি লক্ষ্য তাড়ায় ৪৩ ওভার ১ বলে ২০২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। দ্রুত ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান হিল্টন কার্টরাইট ও ডেভিড ওয়ার্নার।

দ্রুত রান তোলা ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েলকে বিদায় করে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে রাখেন চাহাল। মার্কাস স্টয়নিসের সঙ্গে মাত্রই জমে উঠছিল স্টিভেন স্মিথের জুটি। ৫৯ রান করা অধিনায়ককে ফিরিয়ে প্রতিরোধ ভাঙ্গেন হার্দিক পান্ডিয়া।

এরপর প্রায় একাই খেলেছেন স্টয়নিস। এক প্রান্তে চড়াও হয়ে ৬৫ বলে করেন অপরাজিত ৬২ রান। সহায়তা মিলেনি অন্য প্রান্তে। কুলদীপ পরপর তিন বলে ফিরিয়ে দেন ম্যাথু ওয়েড, অ্যাশন অ্যাগার ও প্যাট কামিন্সকে। তার হ্যাটট্রিকে শেষ হয়ে যায় অতিথিদের আশা। বাকি কাজটা সহজেই সেরেছেন পান্ডিয়া, ভুবনেশ্বর।

পেসার ভুবনেশ্বর ৬.১ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। কুলদীপ ৩ উইকেট নিতে খরচ করেন ৫৪ রান। তাদের দারুণ বোলিংয়ে সিরিজ জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল ভারত।

আগামী রোববার ইন্দোরে হবে তৃতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৫২ (রাহানে ৫৫, রোহিত ৭, কোহলি ৯২, পান্ডে ৩, কেদার ২৪, ধোনি ৫, পান্ডিয়া ২০, ভুবনেশ্বর ২০, কুলদীপ ০, বুমরাহ ১০*, চাহাল ১; কামিন্স ১/৩৪, কোল্টান-নাইল ৩/৫১, রিচার্ডসন ৩/৫৫, স্টয়নিস ০/৪৬, অ্যাগার ১/৫৪, হেড ০/১১)

অস্ট্রেলিয়া: ৪৩.১ ওভারে ২০২ (কার্টরাইট ১, ওয়ার্নার ১, স্মিথ ৫৯, হেড ৩৯, ম্যাক্সওয়েল ১৪, স্টয়নিস ৬২*, ওয়েড ২, অ্যাগার ০, কামিন্স ০, কোল্টার-নাইল ৮, রিচার্ডসন ০; ভুবনেশ্বর ৩/৯, বুমরাহ ০/৩৯, পান্ডিয়া ২/৫৬, চাহাল ২/৩৪, কুলদীপ ৩/৫৪)

ফল: ভারত ৫০ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি