কোহলি-রোহিতের শতকে উড়ে গেল শ্রীলঙ্কা

মাঝের দুই ম্যাচের নিষ্প্রভ বিরাট কোহলি ফিরেছেন স্বরূপে। সিরিজে টানা দ্বিতীয় শতক পেয়েছেন রোহিত শর্মা। ভারতের কাছে উড়ে গেছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2017, 05:33 PM
Updated : 31 August 2017, 05:33 PM

চতুর্থ ওয়ানডেতে ১৬৮ রানের বড় জয় পেয়েছে কোহলির দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের দেওয়া ৩৭৬ রানের লক্ষ্য তাড়ায় ৪২.৪ ওভারে ২০৭ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।

আগের দুই ম্যাচ মিলিয়ে ৭ রান করা কোহলি এদিন দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ৯৬ বলে ১৭টি চার আর দুটি ছক্কায় ১৩১ রানের চমৎকার ইনিংসে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

২৯তম শতক পাওয়ার পথে ৪৪ ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে কোহলি পার করেছেন ২ হাজার রানের মাইলফলক। ওয়ানডেতে কোহলির চেয়ে বেশি শতক আছেন কেবল রিকি পন্টিং (৩০) ও শচীন টেন্ডুলকারের (৪৯)।  

আগের ম্যাচে অপরাজিত ১২৪ রান করা রোহিতের ব্যাট থেকে এবার এসেছে ১০৪ রানের আরেকটি ঝকঝকে ইনিংস। উদ্বোধনী ব্যাটসম্যান ৮৮ বলের ইনিংসে হাঁকিয়েছেন ১১টি চার ও তিনটি ছক্কা।

৩০তম ওভারে কোহলিকে ফিরিয়ে তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করা লাসিথ মালিঙ্গা ভাঙেন ২১৯ রানের বিপজ্জনক দ্বিতীয় উইকেট জুটি। এরপর দ্রুত আরও ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল বেশিক্ষণ টিকতে পারেননি। তাদের মাঝে বিদায় নেন রোহিত।

অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৭৭ বলে ১০১ রানের জুটি উপহার দেন মনিশ পান্ডে ও মহেন্দ্র সিং ধোনি। চারটি চারে ৫০ রান অপরাজিত থাকেন পান্ডে। নিজের ৩০০তম ওয়ানডেতে ধোনি অপরাজিত থাকেন ৪৯ রানে।

বিশাল রান তাড়ায় কখনও সেভাবে জয়ের আশা জাগাতে পারেনি শ্রীলঙ্কা। লড়েছেন কেবল অ্যাঞ্জেলো ম্যাথিউস। অলরাউন্ডার ফিরেছেন ১০টি চারে ৭০ রান করে।

স্বাগতিকদের ইনিংসে নেই তেমন কোনো বড় জুটি। পঞ্চাশ রানের জুটি একটাই- পঞ্চম উইকেটে মিলিন্দা সিরিবর্দনার সঙ্গে ম্যাথিউসের ৭৩।

ভারতের কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া নেন দুটি করে উইকেট।

টানা চার ম্যাচ জেতা ভারতের সামনে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার হাতছানি। আগামী রোববার একই ভেন্যুতে হবে পঞ্চম ও শেষ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩৭৫/৫ (রোহিত ১০৪, ধাওয়ান ৪, কোহলি ১৩১, পান্ডিয়া ১৯, রাহুল ৭, পান্ডি ৫০*, ধোনি ৪৯*; মালিঙ্গা ১/৮২, ফার্নান্দো ১/৭৬, ম্যাথিউস ২/২৪, পুস্পকুমারা ০/৬৫, দনাঞ্জয়া ১/৬৮, ডিকভেলা ০/১৯, সিরিবর্দনা ০/৩৬)

শ্রীলঙ্কা: ৪২.৪ ওভারে ২০৭ (ডিকভেলা ৩৬, মুনাবিরা ১১, মেন্ডিস ১, থিরিমান্নে ১৮, ম্যাথিউস ৭০, সিরিবর্দনা ৩৯, হাসারাঙ্গা ০, দনাঞ্জয়া ১১*, পুস্পকুমারা ৩, ফার্নান্দো ৫, মালিঙ্গা ০; ঠাকুর ১/২৬, বুমরাহ ২/৩২, পান্ডিয়া ২/৫০, কোহলি ০/১২, কুলদীপ ২/৩১, প্যাটেল ১/৫৫)

ফল: ভারত ১৬৮ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি