‘মনেই হয়নি মিরাজের অভিষেক’

এলেন-দেখলেন-জয় করলেন। টেস্টের মতো ওয়ানডেতেও নিজের সামর্থ্য দেখালেন মেহেদী হাসান মিরাজ। মাঠে তরুণ এতটাই সাবলীল ছিলেন তামিম ইকবালের মনেই হয়নি, নিজের প্রথম ম্যাচ খেলছেন মিরাজ।

ক্রীড়া প্রতিবেদক ডাম্বুলা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 07:47 PM
Updated : 25 March 2017, 08:09 PM

নিজের অভিষেক টেস্ট সিরিজে ২ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন মিরাজ। 

রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার বাংলাদেশের ১২৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হয় মিরাজের। ব্যাট করার সুযোগ মেলেনি। ৯০ রানের জয়ে ৪৩ রানে ২ উইকেট নিয়ে রাখেন অবদান।

নতুন বল মিরাজের হাতে তুলে দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৯ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার হতাশ করেননি। শুরুতে আঁটসাঁট বোলিংয়ে বেধে রাখেন ব্যাটসম্যানদের। নিজের তৃতীয় ওভারে নেন কুসল মেন্ডিসের উইকেট। দ্বিতীয় স্পেলে ফিরে বিদায় করেন সর্বোচ্চ ৫৯ রান করা দিনেশ চান্দিমালকে। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তামিম জানান, তার বিশ্বাস অনেক দূর যাবে এই তরুণ অফ স্পিনার।

“ওর অভিষেকটা দারুণ হয়েছে। ওকে দেখে আমার একবারও মনে হয়নি যে, সে প্রথমবার ওয়ানডেতে খেলছে। আমার কাছে মনে হয়েছে, সে খুবই আত্মবিশ্বাসী একটা ছেলে। আশা করি, ও এখান থেকে কেবল সামনের দিকেই এগিয়ে যাবে।”