নেতৃত্বের জয়ে সাকিবকে ছাড়িয়ে মাশরাফি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের জয়ে সরাসরি ২০১৯ বিশ্বকাপ খেলার পথে এক ধাপ এগোলো বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও এগোলেন আরেক ধাপ। একক ভাবে এখন বাংলাদেশের দ্বিতীয় সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 05:52 PM
Updated : 25 March 2017, 08:10 PM

ডাম্বুলায় শনিবার শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের এটি ২৪তম জয়। অধিনায়ক হিসেবে সাকিবের জয় ছিল ২৩টি।

সাকিব বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৪৯ ম্যাচে। জয় সংখ্যায় মাশরাফি তাকে ছাড়িয়ে গেলেন ৩৮ ম্যাচেই।

৬৯ ওয়ানডেতে ২৯ জয় নিয়ে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক হাবিবুল বাশার। মুশফিকুর রহিমের নেতৃত্বে ৩৭ ম্যাচে বাংলাদেশের জয় ১১টি।

সাফল্যের হারে অবশ্য বাংলাদেশের অধিনায়কদের মধ্যে মাশরাফির ধারে কাছে নেই কেউ। মাশরাফির সাফল্যের হার ৬৩.১৫ শতাংশ। সাকিব দুইয়ে ৪৬.৯৩ শতাংশ সাফল্যে।