৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে তামিম-ইমরুল

ব্যাটিংয়ে নামতে পারেননি, খুঁড়িয়ে হাঁটছিলেন ম্যাচ শেষে। পরে রাতে টিম হোটেলেও দেখা গেল ইমরুল কায়েসের হাঁটায় অস্বস্তি। তবে স্বস্তির কথা, আপাতত গুরুতর কিছু মনে হচ্ছে না তার চোট।

ক্রীড়া প্রতিবেদক মাউন্ট মঙ্গানুই থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 03:03 PM
Updated : 8 Jan 2017, 03:03 PM

সেই তুলনায় বরং একটু শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়ে। মাশরাফি ও ইমরুলের চোট মাঠেই দেখছে সবাই। তামিমের চোট খেয়াল করার জো ছিল না। কিন্তু কেন উইলিয়ামসনের যে ক্যাচটি ফসকালো হাত থেকে, সেটি চিহ্ন রেখে গেছে হাতে।

বাঁহাতের বুড়ো আঙুলের নীচের দিকে লেগেছে তামিমের। জায়গাটি ফুলে আছে বেশ খানিকটা। ম্যাচের পর মাশরাফির মত তার হাতেরও এক্সরে করানো হয়েছে। তাতে চিড় ধরনের কিছু ধরা পড়েনি। তবে হাতটা ফুলে আছে বলেই একটু দুর্ভাবনা আছে। ৪৮ ঘণ্টা পর আবার পরখ করা হবে তার আঙুলের অবস্থা।

ইমরুল চোট পেয়েছিলেন ক্যাচ নিতে গিয়ে সীমানার বাইরে ডিজিটাল বোর্ডের ওপর পড়ে গিয়ে। বোর্ডের নাট লেগেছে সরাসরি তার হাঁটুতে। তবে স্ক্যান করার প্রয়োজন পড়েনি। বরফ চিকিৎসা চলছে। তাকেও পর্যবেক্ষণে রাখা হবে ৪৮ ঘণ্টা।

প্রাথমিকভাবে যদিও গুরুতর নয় দুজনের চোট, তবু টেস্টের আগে দলের জন্য খানিকটা দুর্ভাবনার সময় এই ৪৮ ঘণ্টা। দুজনই তো টেস্টে দলের ভরসা।