বোলারদের দিনে জায়েদের ৫ উইকেট

বৃষ্টির দাপটের মধ্যে রাজশাহী-সিলেটের খেলা হলো দুই সেশন। তাতেই ব্যাটসম্যানদের দারুণ ভুগিয়েছেন বোলাররা। পতন হয়েছে ১৩ উইকেটের। বল হাতে সবচেয়ে উজ্জ্বল ৫ উইকেট নেওয়া সিলেটের পেসার আবু জায়েদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 01:07 PM
Updated : 27 Sept 2016, 02:05 PM

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ৫৭ রান। এখনও ১৪২ রানে পিছিয়ে আছে দলটি। অধিনায়ক অলক কাপালী ব্যাট করছেন ৪ রানে।

দিনের শেষ বলে রাহাতুল ফেরদৌসকে ফেরানো মুক্তার আলী ২১ রানে নেন দুই উইকেট। অভিজ্ঞ রাজিন সালেহ ও তরুণ জাকির হাসানকে বিদায় করেন সাকলাইন সজীব। এই বাঁহাতি স্পিনার মাত্র ৬ রানে নেন দুই উইকেট।

২৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন। দুই অঙ্কে গিয়েই ফিরে যান শানাজ আহমেদ (১০)।

এর আগে মঙ্গলবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ২ উইকেটে ৯৪ রান নিয়ে খেলা শুরু করে রাজশাহী। দুই অপরাজিত ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক ও ফরহাদ হোসেন দলকে ২ উইকেটে ১২৯ রানে নিয়ে যান।

ফরহাদ হোসেনকে (৪৬) স্বাগতিকদের প্রতিরোধ ভাঙেন জায়েদ। অভিষিক্ত শাহানুর রহমান ফেরান জুনায়েদকে (৪৫)।

দুই অঙ্কেই যেতে পারেননি হামিদুল ইসলাম, ফরহাদ রেজা ও সানজামুল ইসলাম। আট নম্বরে নেমে অপরাজিত ২৯ রান করে দলকে ১৯৯ পর্যন্ত নিয়ে যান জহুরুল ইসলাম।  

৫৯ রানে ৫ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার জায়েদ। প্রথম শ্রেণির ক্রিকেটে এ নিয়ে পঞ্চমবার পাঁচ উইকেট নিলেন তিনি।

২০ বছর বয়সী অফ স্পিনার শাহানুর ৩ উইকেট নেন ১৯ রানে।