বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিন

ত্রিনিদাদে বৃষ্টির দাপট চলছেই।সেই সঙ্গে ফিকে হয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের টেস্ট শ্রেষ্ঠত্ব ধরে রাখার আশা।বৃষ্টিতে ভেসে গেছে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 06:49 PM
Updated : 19 August 2016, 06:49 PM

শুক্রবার স্থানীয় সময় বেলা প্রায় আড়াইটা পর্যন্ত অপেক্ষা করেও কোনো লাভ হয়নি।থেমে থেমে আসা বৃষ্টি খেলার কোনো সুযোগই রাখেনি। 

দুই দিন মিলিয়ে খেলা হল এক সেশনেরও কম।এর আগে বৃহস্পতিবার বৃষ্টির ফাঁকে ২২ ওভার খেলা হয়। তাতে ২ উইকেটে ৬২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েইট ৩২ ও মারলন স্যামুয়েলস ৪ রানে অপরাজিত।

২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত আগেই চার ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে। শ্রীলঙ্কায় স্বাগতিকদের কাছে অস্ট্রেলিয়ার হারে টেস্ট র্যাং ঙ্কিংয়ের শীর্ষে উঠা দলটির সেরার আসন ধরে রাখতে এই ম্যাচে জিততেই হবে।

বিরাট কোহলিদের জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টিও।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২২ ওভারে ৬২/২ (ব্র্যাথওয়েইট ৩২*, জনসন ৯, ব্রাভো ১০, স্যামুয়েলস ৪*; ভুবনেশ্বর ০/১৩, শামি ০/১৪, ইশান্ত ১/৭, অশ্বিন ১/২২)