টি-টোয়েন্টিতে একই জায়গায় বাংলাদেশ

বার্ষিক হালনাগাদের পর আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অবস্থানের নড়চড় হয়নি বাংলাদেশের। বাড়েনি বা কমেনি রেটিং পয়েন্টও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 11:26 AM
Updated : 4 May 2016, 11:33 AM

আগের মতো আফগানিস্তানের পেছনে থেকে বাংলাদেশ আছে ১০ নম্বরে। রেটিং পয়েন্টও থমকে আছে ৭৪-এ। আফগানিস্তানের রেটিং পয়েন্ট কমে যাওয়ায় অবশ্য কমেছে বাংলাদেশে সঙ্গে ব্যবধান, এখন তা ৪ পয়েন্ট।

ভারতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড উতরালেও সুপার টেন পর্বে সব ম্যাচ হেরেছে বাংলাদেশ। অন্য দিকে আফগানিস্তান সুপার টেনে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, পরে যারা জিতেছে শিরোপা।

র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ অবশ্য দু:সংবাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, দারুণ সুখবর বয়ে এনেছে নিউ জিল্যান্ডের জন্য। দুই ধাপ এগিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে কিউইরা।

শীর্ষস্থান থেকে ভারত নেমে গেছে দুইয়ে। হালনাগাদে নিউ জিল্যান্ডের বেড়েছে ১২ পয়েন্ট, ভারতের ৬। দুই দলেরই পয়েন্ট ১৩২। তবে ভগ্নাংশের হিসেবে +০.২১ পয়েন্টে এগিয়ে নিউ জিল্যান্ড।

বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দুই থেকে নেমে গেছে তিন নম্বরে। এবারের হালনাগাদে কাটা পড়েছে ২০১২-১৩ মৌসুম। বিবেচনার বাইরে চলে গেছে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটিতেও চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারের হালনাগাদে তাদের অবনমনের কারণ সেটিই।

হালনাগাদের পর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং:

র‌্যাঙ্ক

দল

পয়েন্ট

১ (+২)

নিউ জিল্যান্ড

১৩২ (+১২)

২ (-১)

ভারত

১৩২ (+৬)

৩ (-১)

ওয়েস্ট ইন্ডিজ

১২২ (-৩)

৪ (+১)

দক্ষিণ আফ্রিকা

১১৯ (+৪)

৫ (-১)

ইংল্যান্ড

১১৪ (-১)

৬ (-)

অস্ট্রেলিয়া

১১০ (-২)

৭ (-)

পাকিস্তান

১০৪ (-৩)

৮ (-)

শ্রীলঙ্কা

৯৮ (-৭)

৯ (-)

আফগানিস্তান

৭৮ (-৩)

১০ (-)

বাংলাদেশ

৭৪ (-)

১১ (+১)

নেদারল্যান্ডস

৬৭ (+৮)

১২ (+১)

জিস্বাবুয়ে

৫৮ (+১)

১৩ (-২)

স্কটল্যান্ড

৫৭ (-২)

১৪ (+১)

সংযুক্ত আরব আমিরাত

৫৪ (+১১)

১৫ (+১)

আয়ারল্যান্ড

৪৮ (+৯)

১৬(+১)

ওমান

৩৭ (-)

১৭ (-৩)

হংকং

২৯ (-১৫)