ওয়ানডেতে মাত্র ১ পয়েন্ট বেড়েছে মাশরাফিদের

বার্ষিক হালনাগাদের পর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে মাত্র ১ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। আগের মতোই মাশরাফি বিন মুর্তজার দল আছে সাত নম্বরে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 10:49 AM
Updated : 4 May 2016, 11:36 AM

আইসিসির সভা থেকে ফিরে গত ২৫ এপ্রিল দুপুরে বিসিবি প্রধান নাজমুল হাসান সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠেছে বাংলাদেশ। এটিকে বলেছিলেন দেশের ক্রিকেট ইতিহাসের বড় অর্জন। সেদিন সন্ধ্যায়ই ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসার জবাবে আইসিসি নিশ্চিত করেছিল, পাঁচে নয়, সাতেই থাকছ বাংলাদেশ। বুধবার বার্ষিক হালনাগাদের সংবাদ বিজ্ঞপ্তিতে এলো সেটির আনুষ্ঠানিক ঘোষণা।

৯৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল সাতে। হালনাগাদের পর ১ পয়েন্ট বেশি নিয়ে আছে সাতেই।

বদল হয়েছে বাংলাদেশের নিচের দুটি জায়গায়। আট থেকে নয়ে নেমে গেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ উঠে এসেছে আটে।

র‌্যাঙ্কিংয়ের চূড়ার দিকেও আসেনি পরিবর্তন। দুই পয়েন্ট কমলেও শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুইয়ে বিশ্বকাপের রানার্সআপ নিউ জিল্যান্ড।

ভারতকে চারে নামিয়ে তিনে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ডের চেয়ে পিছিয়ে তারা মাত্র ১ পয়েন্টে।

হালনাগাদের পর র‌্যাঙ্কিং:

র‌্যাঙ্ক

দল

পয়েন্ট

১ (-)

অস্ট্রেলিয়া

১২৪ (-২)

২ (-)

নিউ জিল্যান্ড

১১৩ (-১)

৩ (+১)

দক্ষিণ আফ্রিকা

১১২ (-)

৪ (-১)

ভারত

১০৯ (-৪)

৫ (-)

শ্রীলঙ্কা

১০৪ (-)

৬ (-)

ইংল্যান্ড

১০৩ (+২)

৭ (-)

বাংলাদেশ

৯৮ (+১)

৮ (+১)

ওয়েস্ট ইন্ডিজ

৮৮ (+২)

৯ (-১)

পাকিস্তান

৮৭ (-)

১০ (-)

আফগানিস্তান

৫১ (+৪)

১১ (+১)

জিম্বাবুয়ে

৪৭ (+২)

১২ (-১)

আয়ারল্যান্ড

৪২ (-৪)