ব্যর্থ ম্যাককালাম, বিপাকে নিউ জিল্যান্ড

ড্রেসিং রুমে ফিরছেন ব্রেন্ডন ম্যাককালাম, দাঁড়িয়ে করতালি দিচ্ছে বেসিন রিজার্ভের গ্যালারি ভরা দর্শক। ব্যাট উঁচিয়ে দর্শকের ভালোবাসার জবাব দিলেন ম্যাককালামও। তবে ব্যাট হাতে দারুণ কিছু করে নয়, এমন অভিবাদন এই মাঠে ম্যাককালামের শেষ আন্তর্জাতিক ইনিংস বলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 06:15 AM
Updated : 14 Feb 2016, 06:15 AM

শততম টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থ ম্যাককালাম। বিপাকে তার দলও। তৃতীয় দিনেই চোখ রাঙাচ্ছে পরাজয়। প্রথম ইনিংসে ১৮৩ রানে গুটিয়ে যাওয়া কিউইরা দ্বিতীয় ইনিংসে করেছে ৪ উইকেটে ১৭৮। ইনিংস পরাজয় এড়াতেই প্রয়োজন আরও ২০১ রান, হাতে উইকেট ৬টি।

৬ উইকেটে ৪৬২ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৫৬২ রানে। প্রথম ইনিংসে লিড ৩৭৯ রানের, নিউ জিল্যান্ডের বিপক্ষে যেটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় লিড।

দিনের শুরুতে ওয়েলিংটনের সকাল রাঙিয়েছেন অ্যাডাম ভোজেস। দুবার আউট হওয়ার মাঝে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড বাড়িয়ে নিয়েছেন আরও। পেয়ে গেছেন দ্বিতীয় টেস্ট ডাবল সেঞ্চুরি।

২৯ রানে দিন শুরু করা পিটার সিডল আউট হয়েছেন টেস্টে তৃতীয় অর্ধশতক থেকে ১ রান দূরে। অসাধারণ এক ফিরতি ক্যাচে কোরি অ্যান্ডারসন ফেরান নাথান লায়নকে (৩)। এক পাশে উইকেটে পতনের মাঝেও আরেক প্রান্তে রান বাড়াতে থাকেন ভোজেস। শেষ উইকেটে জ্যাকসন বার্ডকে (৩*) নিয়ে গড়েন ৩০ রানের জুটি।

শেষ পর্যন্ত অফ স্পিনার মার্ক ক্রেইগকে ফিরতি ক্যাচ দিয়ে যখন আউট হলেন ভোজেস, নামের পাশে ৩৬৪ বলে ২৩৯। দুই ডিসমিসালের মাঝে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি থামল ৬১৪ রানে।

রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ভালোই শুরু করেছিল নিউ জিল্যান্ড। টম ল্যাথাম ও মার্টিন গাপটিল উদ্বোধনী জুটিতে তোলেন ৮১ রান। ওয়ানডের গতিতে খেলতে খেলতে গাপটিল (৪৫) আউট হন নাথান লায়নকে উড়িয়ে মাতে গিয়ে, দারুণ এক ক্যাচ নেন মিচেল মার্শ।

জস হেইজেলউডের অসাধারণ লাইন-লেংথের কাছে হার মানেন কেন উইলিয়ামসন (২২)। দারুণ খেলতে থাকা ল্যাথামকে (৬৩) ফিরিয়ে দেন লায়ন। আর শেষ বেলায় মিচেল মার্শের বলে এলবিডব্লিউ ম্যাককালাম (১০)।

বেসিন রিজার্ভে ম্যাককালামের শেষটা হলো হতাশায়। তার শততম টেস্টে হারের মুখে নিউ জিল্যান্ড।