ব্যাটিং ব্যর্থতায় সালমাদের সিরিজ হার

ব্যাটিং ব্যর্থতায় টানা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। অতিথিদের ৩৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে দুই ম্যাচের সিরিজ জিতেছে পাকিস্তান মহিলা ক্রিকেট দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2015, 08:59 AM
Updated : 1 Oct 2015, 08:59 AM

বৃহস্পতিবার করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৪ রান করে পাকিস্তান। 
 
সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত থাকেন বিসমাহ মারুফ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে মারিনা ইকবালের ব্যাট থেকে। এছাড়া আলিয়া রিয়াজ খেলেন ১৫ বলে ২০ রানের আক্রমণাত্মক এক ইনিংস। 
 
বাংলাদেশের নাহিদা আক্তার ২৭ রানে নেন দুই উইকেট। এছাড়া লতা মণ্ডল ও সালমা একটি করে উইকেট নেন।
 
জবাবে ৭ উইকেটে ৮০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। 
 
৩৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। রুমানা আহমেদ (২৭), রিতু মণি (১৭) পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল। এই দুই জন ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল সালমা (১০) ও লতা (অপরাজিত ১০)।
 
পাকিস্তানের সুমাইয়া সিদ্দিকি ও নিদা দার দুটি করে উইকেট নেন।