ফিনের তোপে হারের পথে অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসনের তোপে উড়ে যাওয়া অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে নাকানিচুবানি খাওয়ালেন আরেক পেসার স্টিভেন ফিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 01:46 PM
Updated : 30 July 2015, 07:36 PM

বার্মিংহাম টেস্টে দ্বিতীয় দিনেই পরাজয় কোনোমতে এড়িয়েছে অতিথিরা। তবে দ্বিতীয় ইনিংসে ১৬৮ রান তুলতে সাত ব্যাটসম্যানকে হারিয়ে লজ্জার হারের পথেই আছে মাইকেল ক্লার্কের দল। ৩ উইকেট হাতে রেখে মাত্র ২৩ রানে এগিয়ে তারা।  
 
বার্মিংহামের এজবাস্টনে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে দিতে ৪৫ রানে একাই ৫ উইকেট নেন ফিন। এছাড়া অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রড একটি করে উইকেট নেন।
 
ইংল্যান্ডের বোলারদের তোপের মুখে দ্বিতীয় ইনিংসে আউট হওয়া অস্ট্রেলিয়ার সাত ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনই দুই অঙ্কের রান তুলতে পারেননি। সর্বোচ্চ ৭৭ রান করেন ডেভিড ওয়ার্নার। ১১টি চারে নিজের ইনিংসটি সাজান অতিথি দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
 

পিটার নেভিল (৩৭) ও মিচেল স্ট্যার্ক শুক্রবার তৃতীয় দিন শুরু করবেন বার্মিংহামের সম্ভাব্য হারটা একটু বিলম্বিত করতে।
দিনের শুরুতে ৩ উইকেটে ১৩৩ রান নিয়ে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি ইংল্যান্ডও। তবে ৬৭.১ ওভারে ২৮১ রানে অলআউট হলেও ১৪৫ রানের লিড পায় স্বাগতিকরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন জো রুট। ৭৫ বলের ইনিংসটি ৯টি চার ও একটি ছক্কায় সাজান তিনি। ইংল্যান্ডের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান মইন আলির। ৭৮ বলে ১১টি চারে ৫৯ রান করেন তিনি। 
অস্ট্রেলিয়ার পক্ষে জস হেইজেলউড ও নাথান লায়ন তিনটি করে উইকেট নেন। মিচেল স্টার্ক ও মিচেল জনসন নেন দুটি করে উইকেট। 
নিজের প্রথম উইকেটটি পেয়ে অস্ট্রেলিয়ার পঞ্চম বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন জনসন। সময়ের হিসেবে টেস্ট ইতিহাসের চতুর্থ দ্রুততম সময়ে কীর্তিটি গড়েছেন বাঁহাতি এই পেসার। 
আগের দিন জেমস অ্যান্ডারসনের অসাধারণ বোলিংয়ে ১৩৬ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। ৪৭ রানে ৬ উইকেট নেন তিনি। 
কার্ডিফের প্রথম টেস্টে ১৬৯ রানে জিতে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। পরের টেস্টে লর্ডসে ৪০৫ রানে জিতে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ডের আবার এগিয়ে যাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র।