জয়টাকে আবশ্যক ভাবছে না দক্ষিণ আফ্রিকা

প্রথম টেস্ট ড্র হলেও শেষ টেস্টে জয় পাওয়াকে আবশ্যক ধরে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ব্যাটসম্যান ডিন এলগার বলছেন, প্রক্রিয়াগুলো ঠিক করতে পারলে ফল এমনিতেই পক্ষে আসবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 03:09 PM
Updated : 27 July 2015, 03:09 PM

টেস্টে আইসিসি র‌্যাঙ্কিংয়ের সেরা দল দক্ষিণ আফ্রিকা। শক্তি-সামর্থ্যেও এগিয়ে অনেকটা। তবে দুই দলের এই ব্যবধানের প্রতিফলন ছিল না চট্টগ্রাম টেস্টে। বরং দারুণ খেলে তিনদিন জুড়ে বাংলাদেশই ছিল এগিয়ে। বৃষ্টির কারণে শেষ দুই দিনে খেলা না হওয়ায় ড্র হয় ম্যাচ।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা দলের বিপক্ষে প্রথম টেস্ট ড্র করলে শেষ টেস্ট জয়ের জন্য মরিয়া হয়ে থাকার কথা শীর্ষ দলটির। তবে উদ্বোধনী ব্যাটসম্যান এলগারের ভাষ্য অনুযায়ী প্রক্রিয়াগুলো ঠিক করাটাই বেশি গুরুত্বপূর্ণ মানছে তার দল।

“জয়টা গুরুত্বপূর্ণ নয়, প্রক্রিয়াটাই আসল। গত ৫ বছরে এই দল অনেকগুলো পরীক্ষায় উতরে এক নম্বর হয়েছে। আমরা জানি এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। প্রতিটি টেস্টই আমাদের জন্য বড় পরীক্ষা। ৫ দিন ধরে একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। প্রক্রিয়াগুলো ঠিক করলে ফল এমনিতেই পক্ষে আসবে। গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো ঠিক করলে সবই ঠিক হবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।