লম্বা সময়ের জন্য মাঠের বাইরে গেইল

অনেক দিন ধরে বয়ে বেড়ানো পিঠের সমস্যা কাটাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস গেইল। এ জন্য ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2015, 03:39 PM
Updated : 24 July 2015, 03:39 PM

গত বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সেমি-ফাইনালে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের কাছে ২৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে গেইলের দল জ্যামাইকা তালাওয়াহ।

আর ওই ম্যাচ শেষে লম্বা সময়ের জন্য ক্রিকেটের বাইরে যাওয়ার কথা বলেন গেইল।

“২ তারিখে আমার একটা চ্যারিটি ম্যাচ আছে। কিন্তু তারপর আমি দুই- তিন মাসের জন্য ক্রিকেটের বাইরে চলে যাব। আমার পিঠে একটা অস্ত্রোপচার করাব।”

গেইল আরও জানান, অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে উঠে তার মাঠে ফিরতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগতে পারে।

গত ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে হওয়া বিশ্বকাপেও পিঠের চোটে ভুগতে হয় গেইলকে। এই কারণে আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পারেননি তিনি। পরে ইনজেকশন নিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল খেলেছিলেন তিনি।