ইউনিয়ন ইন্স্যুরেন্সকে জরিমানা

মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগে আইন না মানায় ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 05:12 PM
Updated : 15 April 2015, 05:12 PM

সম্প্রতি এ জরিমানা করা হয়েছে বলে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইডিআরএ।

আইডিআরএ জানিয়েছে, বীমা আইন, ২০১০ এর ৮০(৪) ধারা ও ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২’ পরিপালনে ব্যর্থ হওয়ায় ইউনিয়ন ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ নিয়ে ১ এপ্রিল আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আইডিআরএর সদস্য কুদ্দুস খান, জুবের আহমেদ খাঁন, সুলতান-উল-আবেদীন মোল্লা এবং মুরশিদ আলম উপস্থিত ছিলেন।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু, ভাইস চেয়ারম্যান এম এম কামালুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।