নতুন এলপি গ্যাস নিয়ে বাজারে ওপিএল

বাজারে নতুন এলপি গ্যাস নিয়ে যাত্রা শুরু করেছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড (ওপিএল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2015, 04:39 PM
Updated : 12 April 2015, 04:39 PM

নিজেদের নতুন পণ্যের সহজলভ্যতা, ব্যবহারযোগ্যতা এবং সুরক্ষা নিশ্চিতের দাবি করেছে এমজেএল বাংলাদেশ লিমিটেটেডের অঙ্গ প্রতিষ্ঠান ওপিএল।

ওমেরার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই এলপিজি সিলিন্ডারগুলো আন্তর্জাতিক মান বজায় রেখে ইউরোপীয় প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয় মেশিনে প্রস্তুত করা হয়। 

সিলিন্ডিারগুলে যথাক্রমে ৫ দশমিক ৫ কেজি, ২১ কেজি ও ৩৫ কেজি এই তিনটি আকারে এবং লেমন ইয়েলো ও গ্লসি উইন্ডো গ্রে এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিলিন্ডারের মান নিশ্চিত করতে হবিগঞ্জে নিজস্ব সিলিন্ডার প্রস্তুতকরণ প্ল্যান্ট রয়েছে, যা ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড নামে পরিচিত।

বাংলাদেশের সর্ববৃহৎ এই সিলিন্ডার প্রস্তুতকরণ প্ল্যান্টে বিশ্বমানের ডিওটি৪বিএ২৪০ এবং ডিওটি৪ডব্লিউবিএ২৪০ এলপিজি সিলিন্ডার তৈরি করা হয় এবং তা বাংলাদেশের সরকারের বিস্ফোরক অধিদপ্তর কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত।  বছর প্রতি এর উৎপাদন ক্ষমতা ৫০০,০০০ সিলিন্ডার।