দুই বাজারেই কমেছে লেনদেন ও সূচক

একদিন ওঠার পর ফের নিম্নমুখী হয়েছে দেশের দুই পুঁজিবাজারের সার্বিক সূচক, সেইসঙ্গে কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 11:12 AM
Updated : 1 April 2015, 11:12 AM

বুধবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমেছে।

আগের দিন মঙ্গলবার দুই বাজারেই সূচক ও লেনদেনে ছিল ঊর্ধ্বগতি। সেদিন ডিএসইতে লেনদেন সাড়ে ৪০০ কোটি টাকা ছাড়িয়েছিল।

বুধবার ডিএসইতে ৩৫৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯৩ কোটি টাকা কম।

ডিএসইতে এদিন মোট ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৫১টির। আর দিনের দামেই লেনদেন শেষ হয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের।

দিনশেষে ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫১৩ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- এমজেএল বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, এসিআই লিমিটেড, শাশা ডেনিমস, বেক্সিমকো,  লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ার টেক, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং ইফাদ অটোস লিমিটেড।

বুধবার সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কম। 

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৮২৩ পয়েন্ট।

লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১২৬টির  এবং অপরিবর্তিত ছিল ৩১টির দাম।