তিনমাসে ফেইসবুকের লাভ ৭০ কোটি ডলার

২০১৪ সালের শেষ তিনমাসে ৭০ কোটি ১০ লাখ ডলার মুনাফা হয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 07:04 AM
Updated : 29 Jan 2015, 07:17 AM

মুনাফার এই পরিমাণ আগের বছরের (২০১৩) একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি বলে কোম্পানিটি’র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

ফেইসবুকে দেয়া বিজ্ঞাপন বাবদ আয় ৫৩ শতাংশ বেড়ে ৩৫৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর ৭০ শতাংশ আয়ই এসেছে মোবাইলের বিজ্ঞাপন থেকে।

বিশ্বের অন্যতম বৃহৎ এই সামাজিক যোগাযোগ নেটওয়ার্কটি জানিয়েছে, এখন মাস প্রতি নিয়মিত ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৩৯ কোটিতে এসে দাঁড়িয়েছে। এক বছর আগের তুলনায় ব্যবহারকারীর সংখ্যা ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোম্পানির আয় বিবরণীর বিষয়ে দেয়া এক বিবৃতিতে মার্ক জাকারবার্গ বলেছেন, “২০১৪ সালে আমরা অনেক কিছু করেছি।”
বছরটিতে ফেইসবুকের মোট মুনাফা হয়েছে ২৯০ কোটি ডলার যা ২০১৩ সালের প্রায় দ্বিগুণ।