বেনাপোলে রাজস্ব আদায় বেড়েছে

বেনাপোল বন্দরে চলতি অর্থবছরের তিন মাসে ৬৩২ কোটি ৯৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। 

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 12:18 PM
Updated : 20 Oct 2014, 12:18 PM
এ তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ কোটি ৮০ লাখ টাকার বেশি রাজস্ব আদায় হয় বলে রাজস্ব কর্মকর্তারা জানান।

বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ডটকমকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ড তিন মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল ৬১৯ কোটি ১৩ লাখ টাকা।

গত অর্থবছর দেশে রাজনৈতিক অস্থিরতা থাকায় ব্যবসায়ীরা আশানুরূপ আমদানি করেননি। তবে চলতি অর্থবছর রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় ব্যবসায়ীরা আমদানি কিছুটা বাড়িয়েছেন।

এটি রাজস্ব আদায় বাড়ার অন্যতম কারণ বলে তিনি মনে করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ড গত অর্থ বছরের প্রথম তিন মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল ৬৬৯ কোটি ৭৭ লাখ টাকা, কিন্তু ওই সময় আদায় হয়েছিল ৫৯৬ কোটি ৯ লাখ টাকা।

এছাড়া গত অর্থবছর লক্ষ্যমাত্রার চেয়ে ১১৯ কোটি ৬০ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছিল।

ওই অর্থবছর লক্ষ্যমাত্রা দুই হাজার ৬০০ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছিল দুই হাজার ৪৮০ কোটি ২৮ লাখ টাকা।

আতিকুর রহমান জানান, চলতি অর্থ বছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯৩ কোটি ৭২ লাখ টাকা। আদায় হয়েছে ১৯৪ কোটি ২৭ লাখ টাকা। অগাস্টের লক্ষ্যমাত্রা ১৯৭ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ২০১ কোটি ৮৫ লাখ টাকা এবং সেপ্টেম্বরে ২২৭ কোটি ৬১ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ২৩৬ কোটি ৮১ লাখ টাকা।