আগোরাকে লাখ টাকা জরিমানা

বেশি দামে পণ্য বিক্রি করায় রাজধানীর মোহাম্মদপুরে রহিমআফরোজ সুপার স্টোরকে (আগোরা) এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 02:27 PM
Updated : 29 Sept 2014, 02:40 PM

একইসঙ্গে বাসি খাবার বিক্রি করায় মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন জান্নাত হোটেলকে ৮০ হাজার টাকা এবং পণ্যমূল্যের তালিকা না থাকায় কৃষি মার্কেটের সাতটি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত-ই-জাহানের নেতৃত্বে সোমবার বেলা সাড়ে ১১ টাকা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

সিফাত-ই-জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে মসলা সামগ্রী এবং বাসি সবজি বিক্রি করায় আগোরাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

এর আগে ভেজাল পণ্য উৎপাদন, বিক্রি ও প্রতারণার দায়ে চলতি মাসের জুনে রাজধানীর সীমান্ত স্কোয়ারে (রাইফেলস স্কয়ার) আগোরা সুপার স্টোরকে দেড় লাখ টাকা জরিমানা করে বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সীমান্ত স্কোয়ারে আগোরার ওই আউটলেটকে গত বছর অগাস্টেও এক দফা জরিমানা করা হয়।

রহিমআফরোজ গ্রুপের প্রতিষ্ঠান রহিমআফরোজ সুপার স্টোর ২০০১ সাল থেকে আগোরা নামে ঢাকায় ‘চেইন স্টোর’ চালিয়ে আসছে।

এদিকে মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন জান্নাত হোটেলে গিয়ে বাসি খাবার পাওয়ার পর কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করেন মেজিস্ট্রেট সিফাত-ই-জাহান।

তিনি জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেট এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সোমববার মোট দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।