পুঁজিবাজারে সূচক-লেনদেন কমেছে

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 09:44 AM
Updated : 20 August 2014, 09:44 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৪ পয়েন্ট হয়েছে।

এদিন ডিএসইতে প্রায় ৬৪২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের তুলনায় ১০১ কোটি টাকা কম।

মঙ্গলবার দিন শেষে সিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৮ হাজার ৫৬৯ পয়েন্ট হয়। লেনদেন হয়েছে প্রায় ৪৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকা কম।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৮৭টিরই দাম বেড়েছে। দাম কমেছে ১৬৭টি কোম্পানির শেয়ারের, অপরিবর্তিত ছিল ৩০টি শেয়ারের দাম।

গত সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ছিলো ৬৭২ কোটি টাকা। আগের সপ্তাহে ডিএসইতে ৫৯ পয়েন্ট সূচক বাড়ে এবং গড়ে দৈনিক লেনদেন হয় ৫৪৪ কোটি টাকার শেয়ার।