চট্টগ্রামে জাল টাকা সনাক্তে যন্ত্র দিল এফবিসিসিআই

বন্দরনগরীর বিপণী বিতানসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জাল টাকা সনাক্ত করার যন্ত্র দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 05:45 PM
Updated : 25 July 2014, 05:45 PM

শুক্রবার সকালে নগরীর হোটেল আগ্রাবাদে এক অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এসব যন্ত্র হস্তান্তর করেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চট্টগ্রামের নিউ মার্কেট, আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, টেরিবাজার, চিটাগং শপিং কমপ্লেক্স, তামাকুমন্ডি লেইন, রিয়াজ উদ্দিন বাজার, লাকী প্লাজা, জহুর হকার্স মার্কেট, মিমি সুপার মার্কেট, আকতারুজ্জামান সেন্টার, কল্লোল সুপার মর্কেট, আমিন সেন্টার, দুবাই মার্কেটসহ বিভিন্ন মার্কেটের মালিক সমিতির নেতারা এসব যন্ত্র গ্রহণ করেন। 

এছাড়া অভিজাত বিপণী কেন্দ্র খুলশি মার্ট, হোটেল আগ্রাবাদ, চিটাগং উইম্যান চেম্বারের পাশাপাশি রেয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতি, লোহা ব্যবসায়ী সমিতিকেও এ যন্ত্র দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মাসুম কামাল ভূইয়া। এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, মো. হেলাল উদ্দিন, চিটাগং উইম্যান চেম্বারের সভাপতি কামরুন নাহার মালেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার পর দ্বিতীয় দফায় চট্টগ্রামে জাল টাকা সনাক্তকরণ যন্ত্র দেয়া হলো।