বাংলালিংকের থ্রিজি ময়মনসিংহে

টেলিকম অপারেটর বাংলালিংক ময়মনসিংহে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 02:54 PM
Updated : 23 April 2014, 02:54 PM
বুধবার ময়মনসিংহ আমির ইন্টারন্যাশনাল হোটেলে এক সংবাদ সম্মেলনে থ্রিজি সেবা শুরুর ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ পৌরসভা মেয়র ইকরামুল হক টিটু। বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, ময়মনসিংহ রিজিওনাল কমার্শিয়াল হেড আসিফুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।

গত বছর অক্টোবর বাণিজ্যিকভাবে থ্রিজি’র যাত্রা শুরু করে বাংলালিংক। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সিলেটে গ্রাহকদের ইতোমধ্যে থ্রিজি সেবা দিচ্ছে তারা।

বর্তমানে বাংলালিংকের গ্রাহক প্রায় ২ কোটি ৯০ লাখ। বাংলালিংক  নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।