মোসাদ্দেক বিমানের ভারপ্রাপ্ত এমডি

কেভিন স্টিলের পদত্যাগের পর মোসাদ্দেক আহমেদকে আবারো বিমানের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 07:18 PM
Updated : 20 April 2014, 07:18 PM

১৭ এপ্রিল বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্টিলের শেষ কর্মদিবস ছিল।

“রোববার কাস্টমার কেয়ার বিভাগের পরিচালক মোসাদ্দেক আলীকে ভারপ্রাপ্ত এমডি ও সিইও করা হয়েছে,” বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন।

গত বছরের ১৮ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক কর্মকর্তা কেভিন।

ওই বছরের ডিসেম্বর মাসে তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিমানের পরিচালনা পর্ষদ এবং চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি পদত্যাগ করেছেন বলে কয়েকটি পত্রিকায় খবর বেরুলেও স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানান।

কেভিনের নিয়োগের আগেও মোসাদ্দেক আহমেদ বিমানের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

সেসময় তিনি বিভিন্ন দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মচারীদের একটি সংগঠনের আন্দোলনের মধ্যে পড়েন।

২০১৩ সালে জানুয়ারির প্রথম সপ্তাহের বিমানের শ্রমিক লীগের কর্মীদের ধর্মঘটের মধ্যে বলাকায় তাকে কয়েক ঘণ্টা ধরে অবরুদ্ধ করেও রাখা হয়।