‘অহেতুক অভিযোগে জিএসপিতে বাধা দুঃখজনক’

অহেতুক কোনো অভিযোগ তুলে জিএসপি সুবিধার পথকে বাধাগ্রস্ত করা হলে দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2014, 12:46 PM
Updated : 27 March 2014, 03:22 PM

বুধবার দুপুরে আশুলিয়ার কাঠগড়ায় পিকার্ড বাংলাদেশ লিমিটেডের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী জানান, জিএসপি সুবিধার সকল শর্ত পূরণ করে আগামী মাসের ১৫ তারিখের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। এরপরও অহেতুক কোনো অভিযোগ উত্থাপন করে জিএসপি সুবিধার পথকে বাধাগ্রস্ত করলে তা হবে দুঃখজনক।

ফাইল ছবি

দেশে এখন কোনো শ্রমিক নির্যাতনের ঘটনা নেই দাবি করে তোফায়েল আহমেদ বলেন, দেশে কারখানাগুলোতে এখন শ্রমিক-মালিক সুস্পর্ক অবস্থা বিরাজ করছে।

শুধু তৈরি পোশাক নয়, চামড়া শিল্পসহ অন্যান্য পণ্যের নতুন বাজার সৃষ্টির জন্যও এ সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।

এছাড়া বর্তমান সরকারের মেয়াদেই ট্যানারি শিল্প ঢাকা নগরী থেকে সাভারের হরিণধরায় স্থানান্তরিত করা হবে বলে জানান তোফায়েল।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পিকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সায়ফুল ইসলাম, এপেক্সের চেয়ারম্যান মঞ্জুর এলাহী প্রমুখ।