‘টিকফা সই শিগগিরই’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি (টিকফা) শিগগিরই সই হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2013, 03:31 AM
Updated : 11 May 2013, 06:21 AM

শনিবার রাজধানীতে এক সেমিনারে একথা জানিয়ে তিনি বলেন, “অনেকে টিকফাকে বড় দেখে। বিষয়টি আসলে তা নয়।এটা বাণিজ্য বিষয়ে আলোচনার একটা সুযোগ তৈরি করবে।”

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে ‘দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি: বাংলাদেশের সুযোগ ও বাধা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ডিসিসিআই।

বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপি সুবিধার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু সাভারে ভবন ধসের ঘটনায় এটা একটু পিছিয়ে গেল।