নারী উদ্যোক্তাদের অর্থায়নে ব্র্যাক ব্যাংক-আইএফসি চুক্তি

নারী উদ্যোক্তাদের উন্নয়নে অর্থায়ন নিয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2017, 01:22 PM
Updated : 8 August 2017, 01:22 PM

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের প্রেফারেন্সিয়াল হারে অর্থায়নের জন্য আইএফসি থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার নিয়েছে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন এবং আইএফসির দক্ষিণ এশিয়ার ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন গ্রুপের প্রধান অ্যারিয়েন ডি আইওরিও চুক্তি স্বাক্ষর করেন।

বাংলাদেশে আইএফসি এবং গোল্ডম্যান স্যাক্স ফাউন্ডেশনের এমন যৌথ উদ্যোগ প্রথম বলে ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।