হুয়াওয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার নতুন প্রেসিডেন্ট জেমস উ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নতুন প্রেসিডেন্ট হয়েছেন জেমস উ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2017, 06:56 PM
Updated : 6 August 2017, 06:56 PM

তিনি এ অঞ্চলে প্রতিষ্ঠানটির কৌশলগত ও পরিচালনা বিষয়ক ব্যবস্থাপনা ছাড়াও নতুন ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে কাজ করবেন বলে রোববার হুয়াওয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হুয়াওয়ের ব্যাংকক ভিত্তিক দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অধীনে পরিচালিত ১১টি বাজারের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, হংকং ও ম্যাকাও রয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় কার্যক্রম পরিচালনা প্রধানের পাশাপাশি প্রতিষ্ঠানটির ক্যারিয়ার, এন্টারপ্রাইজ এবং কনজ্যুমার বিজনেস নিয়ে কাজ করবেন জেমস উ।

তিয়ানজিন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক জেমস উ ২০০৩ সালে হুয়াওয়েতে যোগ দেন। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।