ফরমালিন থাকার অভিযোগে মাছ নিচ্ছে না ত্রিপুরা

ফরমালিন দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ নিচ্ছেন না ত্রিপুরার ব্যবসায়ীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 09:41 AM
Updated : 6 March 2017, 09:41 AM

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্বাস উদ্দিন জানান, সোমবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করা মাছে ফরমালিন পাওয়ার অভিযোগ তোলেন ত্রিপুরার ব্যবসায়ীরা।

“এই প্রেক্ষাপটে তারা আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে মাছ নেওয়া বন্ধ করে দেন।”

তবে বাংলাদেশ থেকে রপ্তানি করা মাছে কোনো ফরমালিন দেওয়া হয় না বলে তিনি দাবি করেছেন।

মাছ ছাড়া অন্য সব পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস অ্যান্ড ভ্যাট সার্কেলের সহকারী কমিশনার কামরুল ইসলাম বলেন, “আগরতলার মাছ ব্যবসায়ীরা সন্ধ্যায় বৈঠক করবেন বলে শুনেছি। বৈঠকে একটি সুরাহা হবে বলে আশা করছি।”