ব্যাংকের সেবা নিয়ে পোশাক শ্রমিকদের প্রশিক্ষণের উদ্যোগ

পোশাক শ্রমিকদের সহায়তায় ‘আর্থিক অন্তর্ভুক্তি’ নামের একটি প্রকল্প চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশন ও সুইস কন্ট্যাক্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 06:10 PM
Updated : 11 Feb 2016, 06:10 PM

সম্প্রতি ঢাকার গুলশানে এক আলোচনা অনুষ্ঠানে প্রকল্পটি চালু করার কথা জানান দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পের আওতায় ডিজিটাল ব্যাংকিং, আর্থিক পরিকল্পনা গ্রহণসহ ব্যাংকিংখাত থেকে অন্যান্য সুবিধা কিভাবে নিতে হয় সে বিষয়ে পোশাক শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা এসব সুবিধা গ্রহণ করে সাবলম্বী হতে পারে।

প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের সাত হাজার ৫০০ শ্রমিককে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে মেটলাইফের হেড অব ডেজিগনেটেড মার্কেটস অ্যান্ড হেলথ নির্মলা মেনন এবং বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারে রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নূরুল ইসলাম, সুইস কন্ট্যাক্টের হেড অব পোর্টফোলিও অ্যান্ড কোয়ালিটি অনির্বাণ ভৌমিক উপস্থিত ছিলেন।