সাত মাসে ৮% বেড়েছে রপ্তানি আয়

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বিদেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৬ শতাংশ বেশি আয় করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 07:55 AM
Updated : 8 Feb 2016, 12:21 PM

২০১৫-১৬ অর্থবছরেরর জুলাই-জানুয়ারি সময়ে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে একহাজার ৯২৬ কোটি ৯৫ লাখ ডলার, যা আগের একই সময়ে ছিল একহাজার ৭৭৯ কোটি ৯৩ লাখ ডলার।

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত দেশের রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে এই চিত্র তুলে ধরা হয়েছে।

এই সাত মাসে সর্বোচ্চ রপ্তানি আয় হয়েছে তৈরি পোশাক খাত থেকে; নিট ও ওভেন মিলিয়ে একহাজার ৫৭৬ কোটি ডলার। গত বছরের এই সময়ের তুলনায় এই আয় ৯ শতাংশ বেশি।

মাসিক হিসেবে জানুয়ারিতে আগের বছরের তুলনায় ১০ দশমিক ৪ শতাংশ রপ্তানি আয় বেশি হয়েছে। গত মাসে বাংলাদেশের মোট রপ্তানি আয় হয়েছে ৩১৮ কোটি ডলার।