ফারমার্স ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ স্থগিত

বেসরকারি ফারমার্স ব্যাংককে পর্যবেক্ষক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 04:33 PM
Updated : 7 Feb 2016, 04:33 PM

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ বুধবার ফারমার্স ব্যাংকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেয়।

আদালত বলেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি বিষয়টি শুনানির জন্য তালিকায় আসবে।

বেসরকারি এই ব্যাংকটিতে শত শত কোটি টাকা অনিয়ম দেখে গত ১৩ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দেয়।

এর বৈধতা চ্যালেঞ্জ করে ফারমার্স ব্যাংকের পক্ষে ২১ জানুয়ারি রিট আবেদন করা হয়, যা রোববার শুনানির জন্য ওঠে। 

আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর মালিকানাধীন ব্যাংকটির পক্ষে আদালতে শুনানি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী অনুপম বিশ্বাস ও ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ।

শুনানিতে রাষ্ট্রপক্ষে থাকা সহকারী অ্যার্টনি জেনারেল অরবিন্দ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্ট পর্যবেক্ষক নিয়োগের ওই আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিতের পাশাপাশি রুল দিয়েছেন।

ফারমার্স ব্যাংকের আইনজীবী অনুপম বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগের আদেশ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত। এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।