রবির ফেইসসবুক পাতায় ৫০ লাখ ‘লাইক’

মোবাইল ফোন অপারেটচর রবির ফেইসবুক পাতা ‘রবিফ্যানজ’ ৫০ লাখ ‘লাইক’র মাইলফলক ছুঁয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 11:46 AM
Updated : 8 Oct 2015, 11:46 AM

বৃহস্পতিবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিজিটাল সময়ে রবি যে টেলিযোগাযোগের বাজারে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত, এ মাইলফলক তারই প্রমাণ।

বিগত বেশ কয়েক বছর ধরে ইন্টারনেটে সামাজিকে যোগাযোগ মাধ্যমেও কোম্পানিকে উপস্থাপন করে চলেছে মোবাইল ফোন অপারেটরটি।

বিজ্ঞপ্তিতে রবি বলেছে, “ক্রমবর্ধমান অ্যাক্টিভ স্যোশাল মিডিয়া ইউজারদের অংশগ্রহণে ‘রবিফ্যানজ’ পেইজটি একটি শক্তিশালী ডিজিটাল উইনডোতে পরিণত হয়েছে। যার মাধ্যমে নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাচ্ছে রবি।”

৫০ লাখ ফ্যানের মাইলফলক ছোঁয়া উপলক্ষে রবি তার ফ্যানদের জন্য পাঁচটি আকর্ষণীয় অফারও চালু করেছে। ফ্যান হতে বা ডিজিটাল স্পেসে রবিকে ফলো করার জন্য যে কেউ www.facebook.com/RobiFanz সাইটটি ভিজিট করতে পারেন।    

২০১১ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে ইতোমধ্যে বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছে রবির ফেইসবুক পেইজটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষক সাইট স্যোশাল বেকারস ডটকম রবির ফেইসবুক পাতাটিকে বিশ্বেরিএক নম্বার ওয়ান ‘স্যোশালি ডিভোটেড টেলিকম ব্র্যান্ড ২০১৪’ হিসাবে স্বীকৃতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় রবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত নয় মাসে পেইজটিতে ২ দশমিক ৬ মিলিয়ন ফ্যান যোগ হয়েছে। রবি ফেসবুক পেইজের বেশির ভাগ ফ্যানই তরুণ (১৮ থেকে ৩৫ বছরের মধ্যে)। রবিফ্যানজ পেইজে ফ্যানরা রবি’র যে কোন পণ্য ও সেবা সম্পর্কে প্রশ্নও করতে পারেন।