জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা চায় মরিশাস

জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন মরিশাসের প্রধানমন্ত্রী আনিরুদ জগুনাথ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 02:23 PM
Updated : 4 Sept 2015, 02:23 PM

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতে তিনি সহযোগিতা চান বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্লু ইকোনমি বিষয়ে প্রথম ইন্ডিয়ান ওশার রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে মরিশাসের পোর্ট লুইতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্মেলনের আগে বৃহস্পতিবার তিনি মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন।

সাক্ষাতে মরিশাসের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের উপায়গুলো নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জাহাজ নির্মাণ শিল্পে সহযোগিতা চান তিনি।

বাংলাদেশ এখন ইউরোপীয় দেশগুলোর জন্যও জাহাজ তৈরি করছে।

বৈঠকে বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, পর্যটন সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে কিছু দ্বিপক্ষীয় বিষয়ে চুক্তি স্বাক্ষরের পর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তারা উভয়ে সম্মত হন।

বাংলাদেশের ওষুধের গুণগত মানের কথা উল্লেখ করে মরিশাস তা আমদানির বিষয়ে বিবেচনা করতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এসময় মরিশাসে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কাজে-কর্মে ‘সন্তোষ’ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

মরিশাসে বর্তমানে প্রায় ২২ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছে।

বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মরিশাসের ছাত্রদের ভর্তি হওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

ব্লু ইকোনমি বিষয়ে সম্মেলনে ‘সমৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার’ জন্য সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের উপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী।

সমুদ্রসীমা সহযোগিতার উন্নয়নে বাংলাদেশ সরকারের উদ্যোগের কথা তুলে ধরে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে এ ধরনের সম্মেলনের উপকারিতার দিকগুলো তুলে ধরেন তিনি।

বাংলাদেশসহ ২২টি দেশ ভারত মহাসাগরভিত্তিক এই আঞ্চলিক সংগঠনের সদস্য।

বৃহস্পতিবার শেষ হওয়া দুদিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী মরিশাসের সমুদ্র অর্থনীতি বিষয়কমন্ত্রী প্রেমদুত কুনজোর সঙ্গেও সাক্ষাৎ করেন।