শিক্ষার্থীদের জন্য গ্রামীণফোনের ভিডিও টিউটোরিয়াল

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন অনলাইন টিচিং এক্সিলেন্স সেন্টারের মাধ্যমে নবম এ দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ে দুটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2015, 04:12 PM
Updated : 25 August 2015, 04:12 PM
মঙ্গলবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই টিউটোরিয়াল দুটি ইউটিউবে গ্রামীণফোনের ভিডিও চ্যানেলে বিনামূল্যে দেখা যাবে। এই টিউটোরিয়ালগুলো শিক্ষার্থীদের আসন্ন টেস্ট এবং এসএসএসি পরীক্ষায় সহায়তার জন্য তৈরি করা হয়েছে।

এর আগে এ বছরের মার্চ মাসে এইচএসসি পরিক্ষার্থীদের জন্য গ্রামীণফোন চারটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করে।

গ্রামীণফোনের ‘ইন্টারনেট ফর অল’ লক্ষ্য অর্জনের পথে এটি একটি করপোরেট রেসপনসিবিলিটি উদ্যোগ।

টিউটোরিয়ালের লিংক: