কিশোরগঞ্জের দুই রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের দুই রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 03:52 PM
Updated : 7 July 2015, 03:52 PM

এরা হলেন- কিশোরগঞ্জের নিকলি থানার সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধান।

প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এ আদেশ দেন।

প্রসিকিউটর তুরিন আফরোজ মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ এ দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান।

গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশও দেওয়া হয় আদালত।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের বিরুদ্ধে হত্যা , গণহত্যা, অপহরণ-নির্যাতনের তিনটি অভিযোগ আনা হয়।”

এর মধ্যে আসামি সৈয়দ মো. হুসাইন আন্তর্জাতিক অপরাধ্য ট্রাইব্যুনাল থেকে মৃতুদণ্ডপ্রাপ্ত পলাতক সৈয়দ মো.হাসান ওরফে হাছেন আলীর ছোট ভাই।

হাসান আলীকে গত ৯ জুন ফাঁসিতে অথবা গুলি করে হত্যার মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-১।