মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

ফেনীতে পাঁচ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ  খেজুর জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 12:56 PM
Updated : 6 July 2015, 12:56 PM

শহরের মহিপাল পাইকারী ফল বাজারে  এ অভিযানের সময় পালিয়ে যায় প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীরা।

পরে ভ্রাম্যমাণ আদালত ‘ফেনী ফ্রুট এজেন্সি’ নামের ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনডিসি) জানে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মহিপাল পাইকারী ফল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ওই ফল বাজারের ‘ফেনী ফ্রুট এজেন্সি’তে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পাঁচ টন খেজুর জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক হাজী সৈয়দ আহম্মদ ও তার কর্মচারীরা পালিয়ে যায়।

পরে ‘ফেনী ফ্রুট এজেন্সি’ সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জব্দ করা খেজুরগুলো ফেনীর বড় ময়লার স্তূপ দেওয়ানগঞ্জে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।